বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনে সংগঠক সাইফুল আলম স্বপন চৌধুরীর কাছে হেরে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। রাজশাহী বিভাগ থেকে নির্বাচন করেছেন তারা।
স্বপন চৌধুরী আগের মেয়াদেও বিসিবি পরিচালক ছিলেন। প্রথমবার প্রার্থী হন খালেদ মাসুদ। সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান পেয়েছেন ২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী স্বপন চৌধুরী পেয়েছেন ৭ ভোট।
নির্বাচন কমিশন ফল এখনো ঘোষণা করেনি। খালেদ মাসুদ নিজেই বিসিবি কার্যালয় ছেড়ে যাওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হারের কথা জানান এবং বলেন আমি ফল মেনে নিয়েছি।
সংগঠকের কাছে ক্রিকেটারের হার প্রসঙ্গে পাইলট বলেন, ‘মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরের ক্রিকেট বেশি কঠিন।’
নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল পাঁচটায়। সন্ধ্যায় বেসরকারি ফলাফল প্রকাশ করবে নির্বাচন কমিশন। বুধবার সকাল ১০টায় মিরপুরের বিসিবি কার্যালয়ে শুরু হয় ভোটের আনুষ্ঠানিকতা।
আগামী চার বছরের জন্য বিসিবির পরিচালনা পর্ষদ হবে ২৫ সদস্যের। যাদের ২৩ জন আসবেন তিনটি ক্যাটাগরি থেকে। বাকি দুজন পরিচালক সরাসরি আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। তারা হলেন- আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস।
এছাড়াও বেশ কয়েকজন প্রার্থী পরিচালক হয়ে বিসিবির পরিচালনা পর্ষদে আসতে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে। গুটিকয়েক পদে হচ্ছে লড়াই।







