Site icon চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপ বাছাইয়ে জিম্বাবুয়ের পরিবর্তে নাইজেরিয়া-নামিবিয়া

ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে জিম্বাবুয়ের বদলি হিসেবে অংশ নেবে নাইজেরিয়া। আর মেয়েদের বাছাইয়ে একই দলের পরিবর্তে অংশ নেবে নামিবিয়া। মঙ্গলবার বিবৃতিতে এমনটাই জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বোর্ডে সরকারের হস্তক্ষেপের দায়ে গত মাসে জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করে আইসিসি। ফলে আগামী নারী-পুরুষ টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলা হচ্ছে না আফ্রিকান দলটির।

তাই আফ্রিকান দল হিসেবে পুরুষদের বাছাইয়ে নাইজেরিয়া সুযোগ পাচ্ছে জিম্বাবুয়ের বদলি হিসেবে। আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া আসরে ১৪তম দল হিসেবে অংশ নেবে ফুটবলের দেশ হিসেবে জনপ্রিয় নাইজেরিয়া। তারা ছাড়াও বাছাইপর্বে বাকি আফ্রিকান দুই দল হল নামিবিয়া ও কেনিয়া।

মেয়েদের বাছাইয়েও একইভাবে সুযোগ পাচ্ছে নামিবিয়া। স্কটল্যান্ডের সঙ্গে যৌথভাবে এই আসরের বাছাইয়ের স্বাগতিকও হয়েছে আফ্রিকান দেশটি। দুইভাগে ভাগ করা আসরে অংশ নেবে বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, থাইল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের নারী ক্রিকেটাররা।

Exit mobile version