অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে বিশ্বকে চমকে দিয়েছিল আকবর আলীর দল। বড়দের ঘিরেও স্বপ্ন বোনার শুরুটা হয়েছিল তখন। বিশ্বমঞ্চে জাতীয় দলও একদিন চ্যাম্পিয়ন হয়ে ফিরবে আশা ছিল। একের পর এক বিশ্বকাপ যায়, বাংলাদেশ ফেরে হতাশা নিয়ে। এখনও কোনো সেমিফাইনাল খেলতে না পারা দলকে নিয়ে শিরোপার আশা করাটা বাড়াবাড়ি মনে হতেই পারে।
টাইগার পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন স্বপ্নটা মন থেকেই দেখছেন। মিরপুরে অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা তারকা।
‘বিশ্বকাপ জয়ের পর ভারত অনেক সেলিব্রেশন করছে, সেসব দেখলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। মাঝেমধ্যে অনুভব করি, আমরাও কবে চ্যাম্পিয়ন হবো। দেশের মানুষের সঙ্গে এভাবে উদযাপন করব। এসব চিন্তা করি, স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে তো দোষের কিছু নেই।’
এবার টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। তৈরি হয়েছিল সেমিফাইনালে যাওয়ার সুযোগ। দল সেটি কাজে লাগাতে না পারলেও সাইফউদ্দিন খুশি টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্সে।
‘সবমিলিয়ে আমরা খারাপ খেলিনি। সেমিফাইনালে যাওয়ার একটা সমীকরণ তৈরি হয়েছিল, সেটি শেষপর্যন্ত হয়নি। তবে, দল ভালো খেলেছে। দেশকে জিততে দেখলে ভালোই লাগে।’









