চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই মাঠের খেলায় আবারও ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ দল। জুলাই-আগস্টে নিরপেক্ষে ভেন্যু ভারতের নয়ডায় আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে টিম টাইগার্স। সূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
আফগানদের হোম সিরিজটিতে দুটি টেস্ট হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী বছর নিয়ে যাওয়া হয়েছে। আগস্টের মাঝামাঝি দুটি টেস্ট খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। ২০২০ সালে সবশেষ পাকিস্তান সফর করেছিল টিম টাইগার্স।
এরপর তিনটি টি-টুয়েন্টি ও দুটি টেস্ট খেলতে ভারতে যাবে বাংলাদেশ। আয়োজক দেশের বোর্ড বিসিসিআই সিরিজের সূচি চূড়ান্ত করেছে। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে। ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
৬ অক্টোবর ধর্মশালায় হবে প্রথম টি-টুয়েন্টি। ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ম্যাচ। ১২ অক্টোবর হায়দরাবাদে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি হবে।
২০১৫ সালের পর আবারও বাংলাদেশে আসছে সাউথ আফ্রিকা। অক্টোবর থেকে নভেম্বরের মাঝে আসার কথা প্রোটিয়াদের। সফরে থাকবে শুধু ২টি টেস্ট।
বছরটা বাংলাদেশ শেষ করবে ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ এক সফর দিয়ে। নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চলার কথা ম্যাচগুলো। সফরে থাকছে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টুয়েন্টি।









