Site icon চ্যানেল আই অনলাইন

বিলের জন্য ‘মৃতের হাত বেঁধে রাখার’ অভিযোগ তদন্ত করতে পিবিআইকে নির্দেশ

রাজধানীর মালিবাগে প্রশান্তি হাসপাতালে রোগী মারা যাওয়ার পর বিল পরিশোধের জন্য ‘মৃতের হাত বিছানার সাথে বেঁধে রাখার’ অভিযোগ তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সেই সঙ্গে এই ঘটনায় মৃতের পরিবারের করা অভিযোগ এজাহার হিসেবে নিতে শাহজাহানপুর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া রোগীর মৃত্যুর কারণ তদন্ত করে ৩০ দিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রতিবেদন দিতে বলেছে আদালত।

ওই ঘটনার বিচারিক তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে মৃতের ভাই জসিম উদ্দিন রুবেলের করা রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আজ রিট আবেদনের পক্ষে ভার্চুয়াল শুনানিতে ছিলেন আইনজীবী জহির উদ্দিন লিমন। তার সঙ্গে ছিলেন আইনজীবী কামাল উদ্দিন আহমেদ ও খালেকুজ্জামান ভূঁইয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এর আগে গত ৭ জুলাই ভার্চুয়াল হাইকোর্টে রিট আবেদনটি করা হয়। সে রিটে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি, পুলিশ মহাপরিদর্শক (আইজি), হাসপাতলের ব্যবস্থাপন পরিচালকসহ ১১ জনকে বিবাদী করা হয়।

Exit mobile version