বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর আয়োজন ঘিরে ব্যস্ততা চলছে। বিসিবির নতুন সভাপতি আশা করছেন এবার অন্তত উইকেট নিয়ে হতাশা কাটবে। ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি আসরে রান-উৎসব দেখতে চান ফারুক আহমেদ। তবে ডিসেম্বর-জানুয়ারির আবহাওয়া যেমন থাকে তাতে প্রত্যাশার পুরোটা পূরণ হতে নাও পরে সে ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি।
ভালো মানের উইকেট তৈরি করার জন্য কিউরেটর গামিনি সিলভাকে নিদের্শনা দেওয়া হয়েছে বিসিবি থেকে। প্রত্যাশামতো উইকেট না পেলে কিউরেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন বিসিবি প্রধান।
বিপিএল শুরু হয় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে। প্লে-অফ, ফাইনালও গড়ায় হোম অব ক্রিকেটে। অথচ এখানকার উইকেট নিয়েই প্রশ্ন ওঠে বার বার। তারপরও ভাগ্য বদলায় না একটুও ।
‘জাতীয় দলের চাহিদা মেনে উইকেট বানাতে হয়। কিন্তু বিপিএলেও এরকম উইকেট হলে প্রশ্ন থেকেই যায়। আমরা চেষ্টা করব, বিপিএলের উইকেট যেন ‘টপ ক্লাস’ বানাতে পারি। তা না হলে, একজন কিউরেটরকে মূল্যায়ন করবে কিভাবে আপনি? আপনি যদি দেখেন যে কেউ ডেলিভার করতে পারছে না, তখনই বোঝা যাবে যে, সে (গামিনি ডি সিলভা) যথেষ্ট ভালো নয়। এই জিনিসটা এবার আমরা খুব ভালো করে খেয়াল করব।’
‘ছোট্ট একটা ব্যাপার বলে রাখছি, ডিসেম্বর-জানুয়ারিতে রোদের তাপ কম। কাজটা সহজ নয়। অনেক নরম থাকে উইকেট। বৃষ্টি না হলে গ্রীষ্মকালের মতো হার্ড উইকেট পাবেন না। সেসব বিবেচনা করে আমরা চেষ্টা করব স্পোর্টিং উইকেট বানাতে।’–বলেন ফারুক আহমেদ।
এবারের বিপিএল শুরু হওয়ার কথা আগামী ২৭ ডিসেম্বর। ১৪ অক্টোবর হবে প্লেয়ার্স ড্রাফট।









