চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিনিয়োগকারীদের সতর্ক করেছে পুঁজিবাজার কর্তৃপক্ষ

পুঁজিবাজারে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে সতর্ক থাকতে বলেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। এক্ষেত্রে বিনিয়োগকারীদের কিছু বিষয় বিবেচনা করতে অনুরোধ করা হয়েছে। সোমবার স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি সর্তকবার্তা প্রকাশিত হয়েছে।

ডিএসই বিনিয়োগকারীদের সতর্ক করে নির্দেশনায় জানিয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগের সময় বাজারের বিভিন্ন বিষয় ও খুঁটিনাটি সম্পর্কে পর্যাপ্ত তথ্য, জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন না করে পুঁজিবাজারে বিনিয়োগ উচিত নয়।

না বুঝে বিনিয়োগ বা গুজবে কান দিয়ে বিনিয়োগ বিষয়ে সর্তকতা বার্তায় বলা হয়েছে, বিনিয়োগ থেকে লাভ বা লোকসান যাই হোক না কেন তা বিনিয়োগকারীর। এক্ষেত্রে জ্ঞান এবং মৌল ভিত্তি অনুযায়ী বিবেচনা করে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। শেয়ার কেনা-বেচার সময় গুজবে কান দিলে তা ক্ষতির কারণ হতে পারে। এমনকি গুজব রটানোও আইনানুগভাবে নিষিদ্ধ।

পুঁজিবাজারের বর্তমান অবস্থা মোটামুটি স্থিতিশীল হলেও নিয়মিত কর্মকাণ্ডের অংশ হিসেবে ডিএসই এই বার্তা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।