চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিধ্বস্ত দলকে ‘অভয়’ দিলেন বিসিবি সভাপতি

টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাঁচা-মরার ম্যাচে মঙ্গলবার স্বাগতিক ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হারের পর বিধ্বস্ত দলকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ওমানে অবস্থান করলেও আইসিসির প্রটোকলের কারণে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে কথা বলেছেন নাজমুল হাসান। আগের ম্যাচের ফলাফল মেনে নিতে না পারলেও পরের ম্যাচে যেন ভয়ে কাবু না হন মাহমুদউল্লাহ-সাকিবরা, সে চেষ্টা করেছেন তিনি।

সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, ‘সাকিবকে আমি আরও ইনভলভ হতে বলেছি। খেলোয়াড়দের উজ্জীবিত করার জন্য বলেছি। ওরা যেন জড়তায় না ভোগে। জড়তা থাকার কিছু নেই। একটা অঘটন ঘটে গেছে।’

‘ওদেরকে যেটা বলেছি সেটিই বলছি, এটা আমার মনের কথা না, কারণ হার আমি মেনেই নিতে পারছি না। বলেছি অন্যদের বলো, আমরা পরবর্তী দুটি ম্যাচ ভালোভাবে জিতে কোয়ালিফাই করব, তার পরেরটা পরে দেখা যাবে।’

‘এই জিনিসটা বলেছি, কোনো ব্যাটসম্যানকে যে খেলাতেই হবে অত নম্বরে এমন কিছু নেই। পরিস্থিতি বিবেচনায় ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে হবে, এই জিনিশটা পরিষ্কার করে দেবে এবং বোলারদের বলবা ডেথ ওভার বোলিং খুব বাজে হচ্ছে। এটা যেন পুনরাবৃত্তি না হয়, শুরুতে ভালো করতে পারলে ডেথ ওভারে কী সমস্যা!’

ওমানের পর টাইগারদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। দুটি ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। তারপরও তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য তিন দলের জয়-পরাজয়ের দিকে। গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে রানরেটের হিসাব।