Site icon চ্যানেল আই অনলাইন

বিদেশি পিস্তলসহ এক রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।

গ্রেফতারকৃত যুবক রোহিঙ্গা ক্যাম্পের-১২ এর জি-১ ব্লকের মো. সলিমুল্লাহর ছেলে ওমর ফারুক(২৪)। সে তালিকাভুক্ত সন্ত্রাসী বলে দাবি করেছে এপিবিএন পুলিশ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

৮ এপিবিএন কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান জানান,গতকাল বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমদের নেতৃত্বে এপিবিএন পুলিশ রোহিঙ্গা মো. রফিকের দোকানের সামনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ওমর ফারুককে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে কোমরের ডান পাশে কৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ওমর ফারুক ক্যাম্প-১২ এর তালিকাভুক্ত সন্ত্রাসী। সে মায়ানমার থেকে কয়েকদিন আগে বাংলাদেশে প্রবেশ করে উখিয়ার ক্যাম্প-১২ তে অবস্থান করছিলো। পুনরায় মায়ানমার ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনতেই ক্যাম্প-১৩ এর কাঠালতলী বাজারে গিয়েছিল যেখান থেকে ফেরার পথে অস্ত্রসহ এপিবিএন সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয় বলে জানান তিনি।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ৮এপিবিএন কমান্ডিং অফিসার।

 

Exit mobile version