Site icon চ্যানেল আই অনলাইন

বিতর্ক ভুলে সামনে তাকিয়ে সাকিব

শেষ চার বলে ১২ রানের কঠিন সমীকরণ মিলিয়ে বাংলাদেশকে নিধাস ট্রফির ফাইনালে তুলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার ম্যাচ উইনিং নক আপাতত আড়ালে ঠেলেছে প্রেমাদাসায় আম্পায়ারের সিদ্ধান্ত ঘিরে তৈরি হওয়া বিতর্ক, উত্তেজনা। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য বলেছেন, ‘সবাই মানুষ, সবারই ভুল হতে পারে। আমাদের উচিত সামনে তাকানো।’

শুক্রবার লঙ্কা-বধের ম্যাচে শেষ ওভারে মোস্তাফিজের কাঁধের উপর দুই বাউন্সার দিয়েও পার পেয়ে গেছেন পেরেরা। লেগ আম্পায়ার ‘নো বলে’র সংকেত দিয়েও পরে সিদ্ধান্ত বদলে নেন। মাঠের বাইরে থাকা সাকিব মেনে নিতে পারেননি সেটি। তেঁতে ওঠা বাংলাদেশ অধিনায়ক উইকেটে থাকা মাহমুদউল্লাহকে ম্যাচ ছেড়ে দিয়ে বেরিয়ে আসতেও ইশারা করেছিলেন। তব শেষে নিজেকে সামলে নিয়েছেন সাকিব। বিতর্ক ভুলে এখন সামনে তাকাতে চান অধিনায়ক।

সাকিবের ক্ষেপে যাওয়ার কারণ দুই আম্পায়ার আলোচনা করে সিদ্ধান্ত তুলে নেয়ায়, ‘যেটা হয়েছে, স্কয়ারলেগ আম্পায়ার ওটা নো বল ডেকেছিলেন, তারা আলোচনা করে ওটা বাতিল করেছেন, যেটা আমার কাছে মনে হয়নি সঠিক সিদ্ধান্ত। আমি জানি না, প্রথমটা বাউন্সার কল করেছিল কিনা। তবে দ্বিতীয়টার পর নো ডেকেছিল। এটাই হয়েছে।’

বাংলাদেশের ম্যাচে আম্পায়ারিং বিতর্ক নতুন কিছু নয়। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে পক্ষপাতিত্বের প্রতিবাদ হিসেবে আইসিসি সভাপতির পদ ছেড়েছিলেন পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল।

Exit mobile version