রমজান মাসজুড়ে ইফতার ও দোয়া মোনাজাত নিয়ে কেটেছে বিএনপির। প্রায় প্রতিটি ইফতার মাহফিলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সরব উপস্থিতি ছিলো। ওসব অনুষ্ঠানে বিভিন্ন সময় তিনি সরকারের বিরুদ্ধে বেশ কড়া বক্তব্য দিয়েছেন। এমনকি ‘ঈদের পরে বিএনপি তীব্র আন্দোলন গড়ে তুলবে’ চিরাচরিত বক্তব্যও শোনা গিয়েছিলো।
ঈদের পর কয়েকদিন অতিবাহিত হয়েছে। ঢাকা শহর এখন পুরনো রূপে ফিরতে শুরু করেছে। এর মধ্যে বিএনপির ঈদের পরের আন্দোলনের কী খবর জানতে কথা হয় দলটির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে।
ঘোষণা অনুযায়ী ঈদের পরে আন্দোলনের কোন কর্মসূচি থাকছে, এমন প্রশ্নের জবাবে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আমরা তো আন্দোলনের কর্মসূচির মধ্যেই আছি। আমাদের দলের প্রাথমিক সদস্য সংগ্রহ এবং পুরনো সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। ঈদের পরে গত শনিবার ম্যাডাম তার উদ্বোধন করেছেন। শনিবার থেকে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে এই কর্মসূচি চলবে।
তিনি বলেন, এটা সাংগঠনিক তৎপরতা। আন্দোলনের প্রাথমিক প্রস্তুতি। দলের সাংগঠনিক কাঠামো আরো মজবুত করে আমরা পুরোপুরি কাজে মনোযোগ দিব।
এসময় রিজভী তার দলের পক্ষ থেকে সহায়ক সরকারের রূপরেখা শিগগিরই উপস্থাপন করা হবে বলে জানান।
তিনি বলেন, সহায়ক সরকারের একটি রূপরেখা তৈরি হচ্ছে। সম্পন্ন হওয়ার পর তা আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। যতো তাড়াতাড়ি সম্ভব তা ঘোষণা করা হবে।
‘দলের নতুন সদস্য সংগ্রহ, নবায়ন, সহায়ক সরকারের রূপরেখা তৈরি; এইতো এভাবে সবকিছু মিলিয়ে আমরা আন্দোলনের মধ্যেই আছি’- চ্যানেল আই অনলাইনকে বলেন রিজভী।








