চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিএনপির ‘সম্প্রীতি সমাবেশে’ পুলিশের সঙ্গে সংঘর্ষ

দেশের বিভিন্ন এলাকায় হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিএনপির ডাকা ‘সম্প্রীতি সমাবেশ’ এ পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেসময় টিয়ারশেল নিক্ষেপের পাশাপাশি বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

এ ঘটনার পর বিএনপি নেতারা বলেছেন, ‘দেশে সরকার পরিবর্তন শুধু বিএনপি’র নয়, এটি এখন জনগণের দাবি’।

মঙ্গলবার বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে পূর্বঘোষিত সম্প্রীতি সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের আগেই পুলিশের সঙ্গে নেতাকর্মীদের প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সমাবেশ শেষে আবারও নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটলে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কিছুক্ষণ লাঠিচার্জ করে। সেসময় বেশ কয়েকজনকেও আটক করে পুলিশ।

দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের ঘটনায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ওই সমাবেশে যোগ দেন।

সেখানে বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আর ছাড় নয় মাঠে থেকেই সবকিছুই মোকাবেলা করা হবে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের জনগণ সরকারের পরিবতর্ন চায়। দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করে সরকার যে উদ্দেশ্য হাসিল করতে চায় সেটি পূরণ হবে না’।

নেতাকর্মীদের সকল প্রতিকূলতার মধ্যে ঐক্যবদ্ধ আন্দোলন করার আহ্বান জানান বিএনপি নেতারা।