কোটা আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট সহিংসতায় নিজ বাসা-বাড়ি বা আঙিনা/বারান্দায় গুলিতে নিহত প্রতিটি শিশুদের জন্য ১ কোটি করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
এই রিটে তিন সদস্যের একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে এসব মৃত্যুর কারণ উদঘাটন করে দায়ীদের জন্য শান্তির নির্দেশনা চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার বুধবার হাইকোর্টে রিটটি করেছেন। রিটে পত্রিকায় প্রকাশিত সংবাদে আসা মৃত শিশুদের নাম উল্লেখ করা হয়েছে বলে জানান রিটের পক্ষের আইনজীবী।









