Site icon চ্যানেল আই অনলাইন

বাসচাপায় ছাত্র নিহত: রংপুরে শিক্ষার্থী ও এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ

রংপুরে বাসচাপায় এক স্কুলছাত্র নিহত হওয়ার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীর সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকাগুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ।

রোববার দুপুরে সাইকেল আরোহী রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র জিয়নকে মডার্ন মোড় এলাকায় গাইবান্ধাগামী একটি মিনিবাস চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় রাস্তার দু’ধারে শত শত যানবাহন আটকা পড়ে উত্তরবঙ্গের সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে এসে জিয়নের লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তরের চেষ্টা চালালে বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এতে ১০ জন আহত হয়। এ সময় উত্তেজিত জনতা ৪টি গাড়ি ভাংচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে।

৩ ঘণ্টা অবরোধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়।

Exit mobile version