চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বার্সেলোনাকে জয়ের মুখ দেখালেন পিকে, বায়ার্ন উড়ছেই

দেয়ালে আরও বেশি করে পিঠ ঠেকে যাওয়ার আগেই জয়ের মুখ দেখল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে গ্রুপপর্বে তৃতীয় ম্যাচে এসে পয়েন্টের দেখা পেয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। হারিয়েছে ডায়নামো কিয়েভকে।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বুধবার রাতে ডায়নামো কিয়েভকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। একমাত্র গোলটি আবার ডিফেন্ডার জেরার্ড পিকের।

বায়ার্ন মিউনিখ ও বেনফিকার বিপক্ষে হেরে আসর শুরু করার পর গ্রুপ ‘ই’তে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকল বার্সা। সমান ম্যাচে ৪ পয়েন্টে দুইয়ে বেনফিকা, ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন, তলানির ডায়নামোর পয়েন্ট ১।

একই গ্রুপের ম্যাচে রাতে বেনফিকাকে তাদেরই মাঠে ০-৪ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। ম্যাচের ৪৩ মিনিটে লেভান্ডোভস্কি ও ৫২ মিনিটে মুলারের গোল ভিএআরের সাহায্যে বাতিল হয়ে যাওয়ার পর প্রতিপক্ষ জালে ঝড় তোলে জার্মান জায়ান্টরা।

ম্যাচের ৭০ মিনিটে লেরয় সানের গোলে শুরু। ৮০ মিনিটে স্বাগতিকদের এভারটন নিজেদের জালে বল জড়িয়ে দিলে ব্যবধান দ্বিগুণ হয়। পরে ৮২ মিনিটে লেভান্ডোভস্কি ও ৮২ মিনিটে সানে গোল করে বড় জয় এনে দেন বাভারিয়ানদের।

এদিকে বার্সা ম্যাচের ৩৬ মিনিটে আনে জয়সূচক গোলটি। জর্ডি আলবার থেকে বল পেয়ে জাল খুঁজে নেন কাতালানদের বহু যুদ্ধের সেনানী পিকে। চলতি আসরে তিন ম্যাচে বার্সার প্রথম গোল যেটি। ওই গোলে নিশ্চিত হয় পূর্ণ তিন পয়েন্ট।