Site icon চ্যানেল আই অনলাইন

বার্নলিকে গোলবন্যায় ভাসিয়ে পঞ্চম রাউন্ডে ম্যানসিটি

প্রতিপক্ষ বার্নলি অপেক্ষাকৃত ছোট দল। কিন্তু এরপরও পুরো শক্তির ম্যানচেস্টার সিটিকেই মাঠে নামিয়েছিলেন পেপ গার্দিওলা। নিজেদের মাঠ আর দর্শকদের সামনে বার্নলিকে নিয়ে আক্ষরিক অর্থেই খেলেছে সিটিজেনরা।

শনিবার এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে বার্নলিকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে হেসেখেলে পঞ্চম রাউন্ডে উঠে গেছে ম্যানসিটি।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির হয়ে গোলের সূচনা করেন গ্যাব্রিয়েল জেসাস। ২৩ মিনিটে দানিলোর পাসে অফসাইডের ফাঁদ এড়িয়ে একক নৈপুণ্যে দারুণ এক গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বিরতির পর সিটিজেনদের ব্যবধান দ্বিগুণ হয় বের্নার্দো সিলভার গোলে। কেভিন ডি ব্রুইনের বানিয়ে দেয়া বলে ৫২ মিনিটে কেবল পা ছুঁয়ে নিজের কাজ সেরেছেন পর্তুগিজ মিডফিল্ডার।

বোর্নার্দো সিলভাকে দিয়ে গোল করানোর ৯ মিনিট পর নিজেই গোল খাতায় নাম লিখিয়েছেন ডি ব্রুইন। ৬১ মিনিটে বেলজিয়ান মিডফিল্ডারকে গোল বানিয়ে দিতে সাহায্য করেছেন রিয়াদ মাহরেজ।

৩-০ গোলের ব্যবধানে পিছিয়ে থাকা বার্নলির দুঃখ বাড়িয়েছেন কেভিন লং। ৭৩ মিনিটে এক আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন বার্নলি ডিফেন্ডার। আর ৮৫ মিনিটে সার্জিও আগুয়েরো স্পটকিক থেকে গোল করে প্রতিপক্ষের বোঝা আরেকধাপ বাড়ান।

Exit mobile version