এক সময় এ দেশের প্রায় সব বনেই বাঘের বিচরণ ছিল। দৃষ্টি নন্দন ও ভিন্নধর্মী দৈহিক গঠনের জন্য এরা ছিল সবার আকর্ষণের কেন্দ্র বিন্দুতে। কিন্তু আমাদের গর্বের প্রতীক এই প্রাণীটি এখন শুধু সুন্দরবনেই অল্প সংখ্যায় টিকে আছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে বাঘের সংখ্যা মাত্র ১০৬টি।
এর কারণ হিসেবে বলা হয়, আবাস্থল ধ্বংস, অবৈধ শিকার এবং মানুষের সঙ্গে দ্বন্দ্বের কারণে এরা বিপন্ন হয়ে পড়ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সমস্যা জনিত বৈরী প্রভাব এই সমস্যাকে আরও ত্বরান্বিত করেছে।
তাই বনের প্রাকৃতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই প্রাণীটি এখন মহা বিপন্ন।দিন দিন কমে যাচ্ছে বাঘের এই সংখ্যা। তাই বাংলাদেশসহ বিশ্বব্যাপী বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরিতে প্রতি বছর ২৯শে জুলাই পালিত হয় আন্তর্জাতিক বাঘ দিবস।
আন্তর্জাতিক বাঘ দিবস নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত ১১ টা ৩০ মিনিটে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে।
বিস্তারিত দেখুন শামীম আহমেদের ডেস্ক রিপোর্টে:









