Site icon চ্যানেল আই অনলাইন

বাগদাদি এবার সত্যিই নিহত, মার্কিন সেনাবাহিনীর দাবি

আইএস-বাগদাদি

জঙ্গি সংগঠন আইএস’র শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদি এবার সত্যিই মারা গেছেন বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।

শনিবার সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি অভিযানে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ ধারণার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা এবং আরেকটি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযানের পর প্রাথমিকভাবে শনাক্ত মরদেহটির ডিএনএ এবং বায়োমেট্রিক পরীক্ষার পরই পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

ওই কর্মকর্তা সিএনএন’কে বলেন, ধারণা করা হচ্ছে বাগদাদি অভিযানের সময় তার গায়ে লাগানো আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছিলেন।

এর আগেও বহুবার আইএসের এই শীর্ষ নেতার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সর্বশেষ গত সেপ্টেম্বরে একটি ভিডিওবার্তা প্রকাশ হয়েছিল তার।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বিষয়ে বড় একটি ঘোষণা দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজ ডেপুটি প্রেস সচিব হোগান গিডলি।

ঘোষণাটি ঠিক কী নিয়ে তা পরিষ্কার করে বলা না হলেও মনে করা হচ্ছে সেখানে বাগদাদি নিহত হওয়ার বিষয়েও কিছু বলা হতে পারে।

Exit mobile version