Site icon চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ আমাদের জন্য হুমকি: মরগান

কার্ডিফ থেকে: নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর সংবাদ সম্মেলনে এলেন ইয়ন মরগান। সময় সম্পর্কে অত্যন্ত সচেতন ইংলিশদের এতটা বিলম্ব হওয়ার ঘটনা সাধারণত ঘটে না! আর বিশ্বকাপে তো সব চলে মিনিট, সেকেন্ড ধরে। বাংলাদেশের বিপক্ষে নামার আগে ইংলিশ অধিনায়কের বিলম্ব যে বার্তাই দিয়ে থাকুক, শনিবারের ম্যাচটা যে স্বাগতিকদের জন্য বড় এক হুমকি সেটি বলতে দ্বিধা করেননি মর‌গান।

গত দুই বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হেরেছে ইংল্যান্ড। শনিবার সোফিয়া গার্ডেনসে হারলে হয়ে যাবে হ্যাটট্রিক। সংবাদ সম্মেলনে মরগানকে মনে করিয়ে দেয়া হল সেটি। জবাবে, অকপটেই অতীত বাস্তবতা ও বাংলাদেশ দলের উত্থানের প্রসঙ্গটি নিয়ে বললেন তিনি।

‘কঠিন এক পরীক্ষাই অপেক্ষা করছে আমাদের জন্য। বাংলাদেশ খুব কঠিন প্রতিদ্বন্দ্বী। ভালো একটি দল। তাদের কিছু খেলোয়াড় আছে যারা খুবই অভিজ্ঞ। বাংলাদেশ আমাদের জন্য হুমকি।’

কেনো হুমকি মনে করছেন সে ব্যাখ্যাও দিলেন মরগান, ‘সাউথ আফ্রিকাকে তারা যেভাবে হারিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে যেভাবে লড়াই করেছে, তা অবশ্যই প্রশংসনীয়। তাছাড়া এই কার্ডিফেই মনে হয় ২০০৫ সালে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। বাংলাদেশের ব্যাটিং, স্পিন ও সিম বোলিং- এই তিনটি খুব ভালো।’

Exit mobile version