চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তুষ্ট কম্বোডিয়ার রাজা

কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনি বাংলাদেশ ও তার দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন। কম্বোডিয়ার রয়্যাল প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম সাংবাদিকদের জানান: প্রধানমন্ত্রীকে রয়্যাল প্যালেসে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়েছে। সেখানে কম্বোডিয়ার রাজা বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপারে সন্তাষ প্রকাশ করে বলেছেন, আমি আশা করি আগামীতে এশিয়ার এই দু’টি দেশের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে।

বৈঠকে কম্বোডিয়ার রাজা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী কম্বোডিয়ার রাজাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পরে শেখ হাসিনা কম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট সাউম এবং জাতীয় পরিষদের ন্যাশনাল এসেমব্লির প্রেসিডেন্ট হেং স্যামরিনের সঙ্গে পৃথক বৈঠক করেন।

তিনদিনের কম্বোডিয়া সফর শেষে ৫ ডিসেম্বর বিকেলে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।