প্রায় পাঁচ বছর পর সাউথ আফ্রিকার ওয়ানডে জার্সিতে ফিরেছেন ওয়েইন পারনেল। ২০২১ সালের নভেম্বরে ফিরে সোমবার খেলেছেন বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও। বল হাতে শুরুটা দারুণ করেছিলেন, কিন্তু হ্যামস্ট্রিং চোট তাকে ছিটকে দিলো।
প্রোটিয়া ক্রিকেট বোর্ড জানিয়েছে, চোটের কারণে অনির্দিষ্ট সময়ের জন্য ছিটকে গেছেন পারনেল। ২৩ মার্চ টাইগারদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলা হচ্ছে না টেম্বা বাভুমার দলে।
সেঞ্চুরিয়নে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জায়গা না পেলেও দ্বিতীয়টিতে একাদশে ছিলেন পারনেল। সিরিজ সমতায় আসা ম্যাচে ২.৫ ওভার বল করে চোট নিয়ে মাঠ ছাড়েন। তার আগে ৬ রানে তুলে নেন মুশফিকের উইকেট। চোট কাটাতে বোর্ডের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ার মাঝ দিয়ে যাবেন ৩২ বর্ষী বাঁহাতি পেসার।
অন্যদিকে, রঙিন জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা রায়ান রিকেলটনকে স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে প্রোটিয়া বোর্ড। সিএসএ ওয়ানডে কাপে লায়ন্সের হয়ে আসর মাতাবেন বাঁহাতি উইকেটরক্ষক-ব্যাটার। আগামী সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াডে ফিরবেন রায়ান।








