Site icon চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের কঠোর ভূমিকায় উত্তর-পূর্ব ভারত নিরাপত্তা ঝুঁকিমুক্ত: আসামের মুখ্যমন্ত্রী

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামের স্বাধীনতাকামী সংগঠন ইউনাটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) দমনে সহযোগিতার জন্য বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

শুক্রবার সন্ধ্যায় আসামের রাজধানী গুয়াহাটির একটি পাঁচ তারকা হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের কঠোর ভুমিকার কারণে আসামসহ উত্তর-পূর্ব ভারত এখন অনেকটাই নিরাপত্তা ঝুঁকিমুক্ত।

তিন দশকের বেশি সময় ধরে আসামের স্বাধীনতার দাবিতে সশস্ত্র কর্মকাণ্ড চালিয়ে আসা উলফাকে ১৯৯০ সালে নিষিদ্ধ করে ভারত সরকার। ২০০৪ সালে বাংলাদেশের চট্টগ্রামে উদ্ধার হওয়া ১০ ট্রাক অস্ত্র মামলায় উলফা নেতা পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ডের রায় হয়। উলফার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া দীর্ঘদিন বাংলাদেশের কারাগারে ছিলেন। ২০১৫ সালের নভেম্বরে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। সেসময় তার দুই সহযোগী লক্ষ্মী প্রসাদ গোস্বামী ও বাবুল শর্মাকেও হস্তান্তর করা হয়।

এর আগে ২০০৯ সালের ৩০ নভেম্বর বাংলাদেশ সীমান্ত থেকে উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া, চিত্রবন হাজারিকা, শশধর চৌধুরীসহ আটজন নেতাকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

Exit mobile version