Site icon চ্যানেল আই অনলাইন

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সালমান

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বরাবরই বেশ সুনাম রয়েছে বলিউড ভাইজান সালমান খানের। তিনি যে কতটা মানবিক আবারও তার প্রমাণ দিলেন মহারাষ্ট্রের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্যের জন্য এগিয়ে এসে।

বন্যায় ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রের চিপলুন, মহাদ এবং মহাবালেশ্বরের নিকটবর্তী গ্রামগুলোতে সালমান পাঁচটি টেম্পো পাঠিয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের পর্যটন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী আদিত্য ঠাকরে। এছাড়াও ভারতের যুব সেনা নেতা এবং আই লাভ মুম্বাই ফাউন্ডেশনের সভাপতি রাহুল এন কানাল সালমানের সঙ্গে এক হয়ে সমন্বিত ভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পাঠাতে তৎপর হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত প্রতি কিটে পাঁচ কেজি চাল এবং গম, দুই কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি চা গুঁড়া এবং দুই কেজি মিশ্র মশলা সহ ৫০০টি রেশন কিট পাঠিয়েছেন তারা। এছাড়াও তারা ৫০হাজার মিনারেল ওয়াটার, ৫হাজার স্যানিটারি সহ ৫০হাজার বিস্কুটের প্যাকেটও পাঠিয়েছেন।

এই সকল অপরিহার্য জিনিস ছাড়াও তারা কিছু বাসন এবং কিছু প্রস্তুত খাবার প্রেরণ করেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে। এছাড়াও স্থানীয়দের কাছে সালমান তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন।

যদিও এটাই প্রথম নয়, চলমান মহামারির (করোনা ভাইরাস) শুরু থেকেই অসহায় ও বিনোদন অঙ্গনের অনেকের পাশেই দাড়িয়েছিলেন সালমান। গেল বছর বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতের খিদিরপুর গ্রামের প্রায় ৭০টির মত ঘর পুনঃনির্মাণ করে দিয়েছিলেন ভাইজান।

Exit mobile version