Site icon চ্যানেল আই অনলাইন

বছরের দীর্ঘ ম্যাচ জিতে সেমিতে নাদাল

চলতি বছরের সবচেয়ে দীর্ঘ ম্যাচ জিতে ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। কোয়ার্টারের ক্ল্যাসিক পাঁচ সেটের ম্যাচে অস্টিয়ার ডমিনিক থিয়েমকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেন স্প্যানিশ সুপারস্টার।

একনম্বর বাছাই নাদাল প্রথম সেটে রীতিমত উড়ে যান। নয় নম্বর বাছাই থিয়েম এই সেট জিতে নেন ৬-০তে। তবে পরের সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়ান নাদাল। পরপর দুই সেটে লিড নেন তিনি। পঞ্চম সেট জিতে স্প্যানিশ তারকা শেষ পর্যন্ত ফলাফল দাঁড় করান ০-৬, ৬-৪, ৭-৫, ৬-৭ (৪-৭) ও ৭-৬ (৭-৫) ।

শেষ সেটে একটি শট নাদালের মাথার উপর দিয়ে পাঠিয়ে দেয়ার সঙ্গে সঙ্গেই ম্যাচ হেরে যান থিয়েম ম্যাচ শেষ হতে সময় লাগে ৪ ঘণ্টা ৪৯ মিনিট। ততক্ষণে স্থানীয় সময় রাত ২টা ৩ মিনিট বেজে যায়। ২৪ হাজার আসনের মাঠ থেকে এসময় অনেক দর্শক বাড়ি ফেরার তাড়া থাকায় বেড়িয়ে যান।

১৭টি গ্র্যান্ডস্ল্যামের মালিক ও ক্লে কোর্টের রাজা নাদাল শুক্রবারের সেমিফাইনালে মুখোমুখি হবেন আর্জেন্টিনার হুয়ান মার্টিন ডেল পোর্তোর। ২০০৯ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টাইন তারকা।

Exit mobile version