Site icon চ্যানেল আই অনলাইন

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানচলাচলের গতি স্বাভাবিক

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে বুধবার সন্ধার পর থেকে যানবাহনের বাড়তি চাপ তৈরি হলেও সকালের পর স্বাভাবিক গতিতে যানচলাচল শুরু হয়েছে।

রাত ৯ টার পর থেকে গাড়ির চাপ ক্রমেই বৃদ্ধি পেলে মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। যা থেমে থেকে সকাল পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় এই মহাসড়ক ব্যবহারকারীদের। তবে সকাল ৮টার পরে যানবাহনের চাপ কমে আসে।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, গাড়ির চাপ বেড়ে যাওয়ার রাতে মহাসড়কে যানবাহনের ধীরগতির সৃষ্টি হয়। পরে সকাল ৮টার পরে যাত্রীবাহী বাসের সংখ্যা কমে যাওয়ায় মহাসড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।

Exit mobile version