Site icon চ্যানেল আই অনলাইন

‘বঙ্গবন্ধু’ উপাধির সুবর্ণজয়ন্তীতে স্মারক ডাকটিকিট, খাম

ডাকটিকিট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হওয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে স্মারক ডাকটিকিট, খাম ও ডাটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে ডাকটিকিট অবমুক্ত করেন তিনি।

প্রতিটি ১০ টাকা মূল্যমানের দুটি স্মারক ডাকটিকিট প্রকাশ এবং ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড প্রকাশ করা হয়েছে। এছাড়া একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়েছে।

১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারি তখনকার রেসকোর্স ময়দানে বাঙালি জাতির পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন সেসময়ের ডাকসু ভিপি এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি তোফায়েল আহমেদ।

Exit mobile version