প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বাঁচাতে যখন ইমডেমনিটি দেয়া হয় তখন কোথায় ছিলো বিচার বিভাগ। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহানগর আওয়ামী লীগের এক শোকসভায় এ কথা বলেন।
জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মোস্তাক-জিয়ার ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, তারা শুধু হত্যাই করেনি, হত্যাকারীদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে।
তিনি আরও অভিযোগ করেন, জাতীয় নির্বাচন যত কাছে আসছে ততই নির্বাচনে না আসার নানান অজুহাত সৃষ্টি করছে বিএনপি।
বিএনপি-জামায়াতের সহিংসতা আর ধ্বংসের রাজনীতির কথা বলে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় তারা গাড়ি পুড়িয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে মেরে ফেলেছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আগুন দিয়েছে, স্কুল পুড়িয়েছে, রেল, লঞ্চ, বাসে আগুন দিয়েছে। তারা পুরো দেশকে ধ্বংস করেছে।
দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুললেই বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়ন হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।








