Site icon চ্যানেল আই অনলাইন

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবির শীর্ষ নেতা নিহত

ইউপিডিএফ-বন্দুকযুদ্ধ-রাঙ্গামাটিতে ইউপিডিএফের দু’পক্ষের বন্দুকযুদ্ধ

বগুড়া প্রতিনিধি:  বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় সামরিক প্রধান বলে পরিচিত অাল-আমিন ওরফে আমিজুল রনি নিহত হয়েছে।

গতকাল তাকে গোদাগাড়ি থেকে আটকের পর বগুড়ায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।এসময় সে পুলিশের কাছে তার গোপন অস্ত্র ভান্ডারের কথা স্বীকার করে। পরবর্তীতে রাত ৩ টা নাগাদ পুলিশ তাকে  সঙ্গে নিয়ে শেরপুরের ভবানীপুরের জামনগর এলাকায় পৌঁছলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে রনি পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ।

ঘটনাস্থল থেকে পুলিশ ১ টি বিদেশি পিস্তল ৩  রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে।বন্দুকযুদ্ধে নিহত রনি বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর জুয়ানপুর কুঠিরভিটা গ্রামে বোমা বিস্ফোরণ মামলার সন্দেহভাজন আসামি।

 

Exit mobile version