চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বগুড়ায় করোনা মৃত্যু ও শনাক্ত নিম্নমুখী

বগুড়ায় করোনা সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় ২২৬ নমুনায় শনাক্ত হয়েছে মাত্র ১৯ জন। শনাক্তের হার ৮.৪ শতাংশ। একই সময় সুস্থ হয়েছে ৬৪ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২জন। চিকিৎসাধীন রয়েছে ১৮১ জন।

শুক্রবার সকালে বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ্যে নিয়মিত ব্রিফিংএ ডা. সাজ্জাদুল হক এসব তথ্য দেন।

নতুন শনাক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন বগুড়া সদরের, ১ জন সোনাতলা উপজেলার ১ জন, শাজাহানপুর উপজেলার ১ জন।

সকাল ৮টা পর্যন্ত বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় যে ২ জনের মৃত্যু হয়েছে তারা হলেন সদরের আব্দুল বারী (৮৫) ও শেরপুরের শাম্মি আক্তার (৪২)। অন্যজেলার ও উপসর্গে রোগীর মৃত্যুর তথ্য জানা যায়নি।