ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটে এগিয়ে থাকা প্রার্থী এম্যানুয়েল মাক্রোঁর নির্বাচনী প্রচারকাজকে রুশ হ্যাকাররা লক্ষ্যবস্তু করেছিল। মঙ্গলবার নিরাপত্তাবিষয়ক একটি সংগঠনের প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে বলে এএফপি জানিয়েছে।
তথ্যপ্রযুক্তি খাতের নিরাপত্তাবিষয়ক জাপানভিত্তিক কোম্পানি ট্রেন্ড মাইক্রো ওই প্রতিবেদনে বলেছে, পন স্টর্ম নামের রুশ হ্যাকারদের দলটি ‘ফিশিং’ কৌশল ব্যবহার করে এম্যানুয়েল মাক্রোঁ ও তার দলের সদস্যদের ব্যক্তিগত তথ্য এবং নির্বাচনী শিবিরের তথ্য চুরির চেষ্টা করেছে।
‘এপিটি ২৮’ নামে পরিচিত পন স্টর্ম হ্যাকার দলটির সঙ্গে রাশিয়ার সরকারের নিরাপত্তা বিভাগের সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী শিবিরে হ্যাকিংয়েও এই দলটি জড়িত ছিল বলে এখনো ধারণা করা হয়।
এম্যানুয়েল মাক্রোঁর প্রতিদ্বন্দ্বী ও প্রথম দফার ভোটে দ্বিতীয় অবস্থানে থাকা কট্টর ডানপন্থী মারি লো পেনের জোরালো সমর্থক মস্কো। নির্বাচনের আগে লা পেন আকস্মিক এক সফরে মস্কো গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন।
তবে ফ্রান্সের নির্বাচনে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে আগামী ৭ মে দ্বিতীয় দফায় ‘রানঅফ’ ভোটের জন্য লড়বেন কট্টর ডানপন্থি প্রার্থী মারিন লা পেন এবং ৩৯ বছর বয়সী এম্যানুয়েল মাক্রোঁ।
যদিও আগামী নির্বাচনে ৩৯ বছর বয়সী এম্যানুয়েল মাক্রোঁকে এখনো পর্যন্ত নির্বাচনে ফেবারিট ধরা হচ্ছে, তবুও লা পেন বলেছেন ‘আমরা জিততে পারবো, আমরাই জিতবো।’
তবে জনমত জরিপে এখনো বেশ এগিয়ে আছে ম্যাক্রোঁ। ৭ মে নির্বাচনের আগে ২৫ এপ্রিল করা এক জনমত জরিপ বলছে, ম্যাক্রো ৬২% এবং লা পেন মাত্র ৩৮% ভোট পেয়েছেন।







