Site icon চ্যানেল আই অনলাইন

ফিফা সভাপতির পদে থাকছেন ব্লাটার

সেপ ব্লাটার কিংবা মিশেল প্লাতিনি অবৈধভাবে কোনো লেনদেন করেন নি। আর শিগগিরই ফিফা সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোরও কোনো পরিকল্পনাও নেই ব্লাটারের। এক বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছেন ব্লাটারের আইনজীবী রিচার্ড কুলেন।

সুইস তদন্তকারী দলের সঙ্গে তিন দিনের জিজ্ঞাসাবাদ শেষে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন ব্লাটার। এতে বলা হয়, ২০১১ সালে ইউয়েফা চলার সময় প্লাতিনির সঙ্গে করা তার সমস্ত লেনদেন বৈধ ছিল।

এমনকি যার কিছু অংশ সমাজ সেবায়ও ব্যবহার করা হয়। মিশেল প্লাতিনিও নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ফিফা প্রেসিডেন্ট নির্বাচনের পদপ্রার্থী প্লাতিনি জানান, এ ধরণের অভিযোগের বিরূপ প্রভাব নিয়ে তিনি শঙ্কিত।

Exit mobile version