Site icon চ্যানেল আই অনলাইন

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

ফরিদপুর-সড়ক দুর্ঘটনা-দুই বাসের সংঘর্ষে নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দু’টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩২ জন।

আহতদের মধ্যে ১৩ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের নওপাড়া নামক স্থানে তুহিন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লোকাল বাসের সংর্ঘষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লোকাল বাসের চালক ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রওশন ফকির এবং যাত্রী রাজবাড়ী সদরের মীরা কুণ্ডু। নিহত তৃতীয়জনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে সৈয়দপুরগামী তুহিন পরিবহনের সঙ্গে ফরিদপুর টেকেরহাটগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই চালক রওশন ও যাত্রী মীরা কুণ্ডুর মৃত্যু হয়।ফরিদপুর-সড়ক দুর্ঘটনা-দুই বাসের সংঘর্ষে নিহত

আহত ৩২ জনের মধ্যে ১৪ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে অজ্ঞাতপরিচয় একজনের মৃত্যু হয়। বাকিদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

Exit mobile version