Site icon চ্যানেল আই অনলাইন

‘প্রয়োজন বিবেচনায় নিয়েই বড় বাজেট’

অগ্রসরমান বাংলাদেশের জন্য বড় মাপের অর্থায়ন প্রয়োজন। এবারের বাজেটে এই
প্রয়োজনের দিকটিই গুরুত্ব পেয়েছে বলে মনে করে বহুজাতিক সংস্থা
প্রাইসওয়াটারহাউসকুপারস (পিডব্লিউসি)।

২০১৬-১৭ অর্থবছরের বাজেট নিয়ে পাঠানো
এক বিবৃতিতে এসব মূল্যায়ন তুলে ধরেছে আন্তর্জাতিক মানের কর ও পরামর্শদাতা
প্রতিষ্ঠানটি।

তবে পিডব্লিউসি’র মতে বিশাল অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার এখনো বাকী এবং বিনিয়োগ বৃদ্ধির উদ্দেশ্য বাস্তবায়নে পর্যাপ্ত পরিকল্পনা ও অংশীদারিত্ব দরকার।

আগামী এক বছরের মোট খরচ ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা ধরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করেন ।এবারের বাজেটের দর্শন- প্রবৃদ্ধি, উন্নয়ন, সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের অগ্রযাত্রা।

প্রস্তাবিত বাজেট গত অর্থবছরের চেয়ে ৪৫ হাজার ৫০৫ কোটি টাকা বেশি। গত অর্থবছরে জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটের আকার ছিল দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা।গতবারের তুলনায় এবার বাজেটের আকার বেড়েছে ১৭ দশমিক ৪ শতাংশ।

এবারের বাজেটে অনুন্নয়ন ব্যয় ২ লাখ ১৫ হাজার ৭৪৪ কোটি টাকা, উন্নয়ন ব্যয় ১ লাখ ২৩ হাজার ৩’শ ৪৫ কোটি টাকা, রাজস্ব আয় এবং অনুদান মিলে মোট আয় ধরা হয়েছে ২ লাখ ৪৮ হাজার ২’শ ৬৮ কোটি টাকা। সার্বিকভাবে ঘাটতি ৯২ হাজার ৩’শ ৩৭ কোটি টাকা

Exit mobile version