সাদা পোশাকে দেখা মিলল পুরনো এবি ডি ভিলিয়ার্সের। এ প্রোটিয়া ব্যাটসম্যানের ব্যাটে চড়ে পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে লিডের দেখা পেয়েছে সাউথ আফ্রিকা।
অজিদের থেকে ২০ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে স্বাগতিকরা। দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৭ উইকেটে ২৬৩ রান।
নাইট ওয়াচম্যান কাগিসো রাবাদাকে নিয়ে সাবধানী শুরু করেছিলেন আগের দিনে অপরাজিত ব্যাটসম্যান ডিন এলগার। রাবাদা ২৯ রানে ফিরলে উইকেটে আসেন হাশিম আমলা। দেড় ছুঁইছুঁই রান রেটে দুজনে গড়েন ৮৮ রানের জুটি।
আমলা ৫৬ ও বিতর্কিত সিদ্ধান্তে এলগার ৫৭ রানে সাজঘরে ফিরলে হঠাত ধস নামে প্রোটিয়াদের ইনিংসে। দুই অংক ছোঁয়ার আগে ফিরেছেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস, থিউনিস ডি ব্রুইন ও কুইন্টন ডি কক।
শেষ পর্যন্ত ভারনন ফিল্যান্ডারের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন ভিলিয়ার্স। অপরাজিত ৭৪ রানে। ১৪ রান নিয়ে তৃতীয় দিনে তাকে সঙ্গ দেবেন ফিল্যান্ডার।
সমান ২টি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স ও মিচেল মার্শ। একটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও নাথান লায়ন।









