Site icon চ্যানেল আই অনলাইন

প্রেম ও রাজকীয় সিংহাসন দখল নিয়ে যাত্রাপালা ‘তাজমহল’

ভালোবাসার অপূর্ব নিদর্শন হচ্ছে তাজমহল। যার সঙ্গে মিশে আছে এক অমর প্রেমে কাহিনি। মুঘল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশে সৌধটি নির্মাণ করেন। ভারতীয় উপমহাদেশে বিভিন্ন সময় এই তাজমহল ও শাহজাহান-মমতাজের প্রেমকাহিনী নিয়ে তৈরি হয়েছে অনেক নাটক, সিনেমা ও গান। শুক্রবার হয়ে গেল তেমন কাহিনী নিয়ে একটি যাত্রাপালা।

মঙ্গল যাত্রা থিয়েটারের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রদর্শীত হল তাজমহল’ নামের যাত্রাপালাটি। এই যাত্রাপালার মাধ্যমেই আত্মপ্রকাশ করে ‘মঙ্গল যাত্রা থিয়েটার’। যাত্রাপালা শুরুর আগে কেক কেটে সংগঠনটির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। বিশেষ অতিথি ছিলেন নাট্যকলা বিভাগে চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. আহমেদুল কবির। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক শামস ই নোমান, সদস্য রফিকুল ইসলাম সবুজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার।

শাহজাহান ও মমতাজের প্রেমোপাখ্যানের পাশাপাশি এ যাত্রাপালায় উঠে এসেছে সিংহাসন দখলের রাজকীয় নোংরামি ও ষড়যন্ত্র।

মঙ্গল যাত্রা থিয়েটারের পক্ষ থেকে কমল কুমার দাস বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা একত্র হয়ে সংগঠনটি তৈরি করেছি। এর ভিত্তি হলো বাংলার প্রাচীন, বহুল প্রচলিত গল্প ও কাহিনিগুলো নিয়ে সামাজিক যাত্রাপালা মঞ্চস্থ করা। বাংলার এই ঐতিহ্য আমরা এখন আরো মানুষের কাছে নিয়ে যেতে চাই।

এক সময় বাংলার সামাজিক-সাংস্কৃতিক প্রযোজনার অনেক বড় একটি আকর্ষণ ছিল এই যাত্রাপালা। ক্রমে আধুনিক সংস্কৃতির আড়ালে, মঞ্চনাটক ও থিয়েটার এর বিলিতি সাজসজ্জায়, যাত্রাপালা বৃহত্তর জনগণের কাছে কেবল লোকসংস্কৃতি হিসেবে রয়ে যায়।

Exit mobile version