Site icon চ্যানেল আই অনলাইন

প্রস্তাবিত গণমাধ্যম আইন নিয়ে সাংবাদিক নেতাদের গভীর উদ্বেগ

জাতীয় সংসদে প্রস্তাবিত ‘গণমাধ্যম আইন- ২০২২’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক সংগঠনের নেতারা।

এ নিয়ে জরুরি সভায় জানানো হয়েছে, সব সাংবাদিক সংগঠন ১৬ এপ্রিলের মধ্যে প্রস্তাবিত বিল সংশোধনের বিষয়ে মতামত দেবে। ওই মতামত নিয়ে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ সুপারিশ সরকার বা সংসদীয় কমিটির কাছে দেওয়া হবে।

সভায় ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি ওমর ফারুক, ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সেক্রেটারি ইলিয়াস খান, ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও অন্যরা ।

গত ২৮ মার্চ সোমবার জাতীয় সংসদে গণমাধ্যম আইন- ২০২২ তুলে ধরা হয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বিলটি সংসদে উত্থাপন করেন। পরে বিলটি ৬০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

Exit mobile version