প্রবাসী কবি রাবেয়া রাহিমের প্রথম কাব্যগ্রন্থ ‘দূরের মানুষ কাছের মানুষ’ প্রকাশিত হয়েছে ইমপ্রেস অডিও ভিশন থেকে। বইয়ের সঙ্গে নির্বাচিত কবিতার অডিও অ্যালবাম ফ্রি উপহার হিসাবে থাকছে পাঠকদের জন্য।
‘কবিতায় বিষয় বৈচিত্রে ভরপুর গ্রন্থটি আধুনিক কাব্যপাঠকের চিরাচরিত দুবোর্ধ্যতার যে অভিযোগ তার দূষণ থেকে রাবেয়া রহিমের কবিতামুক্ত হলেও বিষয় সৌন্দর্য কিছুটা রহস্যময়তায় ঘেরা। তার কবিতার বিষয় হিসাবে প্রেম ভালোবাসা, রোমান্টিক স্মৃতিকাতরতা ও মিস্টিক চেতনা প্রাণ পেয়েছে। বিশেষ করে নারীর মনের রহস্যময় জগত তিনি সহজে তুলে আনতে পেরেছেন।’ এভাবেই পাঠ মূল্যায়ন করলেন কবি মজিদ মাহমুদ।
প্রবাস জীবনের নানা কষ্ট, পরিচিতজন ও দেশমাতৃকার সঙ্গে বিচ্ছিন্নতা তার চেতনাকে নানাভাবে নাড়া দিয়েছে। জীবনের টুকরো টুকরো ঘটনা, শৈশব ও কৈশোরের স্মৃতি, দর্শন, নিজস্ব ভাবনা, বন্ধুদের জন্য মনোযন্ত্রণার সবটা তিনি কবিতাকারে তুলে ধরেছেন।
ইমপ্রেস অডিও ভিশন থেকে প্রকাশিত বইটি একুশে বইমেলা পরিবেশক আনন্দ আলো এর ষ্টল নং ৬৭ তে পাওয়া যাচ্ছে।







