রাজনীতিক দলগুলোর সাথে সংলাপ শেষ হওয়ার আগে নির্বাচন কমিশন সংসদীয় আসনের সীমানা নির্ধারণে যে আইনের খসড়া চূড়ান্ত করতে যাচ্ছে তা উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, গত রোববার যে আইনের খসড়াটি উপস্থাপন করা হয়েছে। এটি প্রধানমন্ত্রীর প্রেসক্রিপশন অনুযায়ী করছেন সিইসি। আমরা তাই বারবার বলছি বর্তমান সিইসির নেতৃত্ব কোন অবাধ নির্বাচন সম্ভব নয়।
বৃহস্পতিবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এই মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার একদিকে উচ্চ আদালতের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে; অন্যদিকে আইন শৃঙ্খলাবাহিনীক ব্যবহার করে গুম খুন করানো হচ্ছে। বিরোধী দলের নেতা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিল্পতিসহ গত এক সপ্তাহে ৬ জনের গুমের ঘটনা ঘটেছে।
শুধু মাত্র ঈদের আগে অর্থ আদায়ের জন্য এমন ঘটনা ঘটাচ্ছে বলে দাবি করেছেন রিজভী।







