চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রাচ্য আর পাশ্চাত্যের সম্মিলনে জমকালো বাঁধন

‘রেহানা মরিয়ম নূর’-এর কল্যাণে আজমেরী হক বাঁধনের পরিচয় এখন বিশ্বব্যাপী। ‘রেহানা মারিয়াম নূর’ এখন সবার আলোচনায়। শুধু সিনেমাই নয়, বাঁধনের পোশাক ও লুকও সবার নজর কেড়েছে কানে।

বুধবার বাঁধন সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিতে একটি জমকালো পোশাকে দেখা গেছে তাকে। সাজ ও পোশাক মিলিয়ে বাঁধনকে লাগছে মোহনীয়। শাড়ি ও গাউনের সম্মিলনে ডিজাইন করা পোশাকটি নজর কেড়েছে সবার।

বাঁধন তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, পাশ্চাত্যের গাউন ও প্রাচ্যের শাড়ির সমন্বয়ে ডিজাইন করা এই পোশাকটি পরে দূরে থেকেও দেশের কাছাকাছিই আছেন বলে মনে হচ্ছে তার।

পোশাকটি তৈরি করেছে ঢাকার ফ্যাশন হাউস জোয়ানাশ । ফ্যাশন হাউসটির স্বত্বাধিকারী ও ডিজাইনার আসমা সুলতানা পোশাকটির ডিজাইন করেছেন।

পৃথিবীর অন্যতম প্রাচীন ও গৌরবময় চলচ্চিত্র উৎসব কানে প্রশংসিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় সিনেমাটি কানে প্রদর্শিত হওয়ার পর ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেয়েছে।