Site icon চ্যানেল আই অনলাইন

পেশাজীবীদের যুক্তরাষ্ট্রে এক বছরের ফেলোশিপের সুযোগ

হুবার্ট এইচ. হামফ্রে ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন আহ্বান করছে যুক্তরাষ্ট্র। এক বছরের এ প্রোগ্রামে বেসরকারী খাতসহ সরকারী ও ব্যক্তিমালিকানাধীন খাতের পেশাজীবী প্রার্থীদের আবেদন করতে পারবেন।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে: দক্ষ নেতৃত্বের সম্ভাবনা, জনসেবার প্রতি অঙ্গীকার এবং নিজের পছন্দমতো একটি স্বতন্ত্র ও ডিগ্রিবিহীন কার্যক্রমের পুরো সুযোগ কাজে লাগানোর সক্ষমতা আছে, এমন মধ্য পর্যায়ের মেধাবী পেশাজীবীদের জন্য হুবার্ট এইচ. হামফ্রে ফেলোশিপ প্রোগ্রাম যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ নিয়ে এসেছে। আবেদনের শেষ সময় ১৮ জুলাই।

হুবার্ট এইচ. হামফ্রে ফেলোশিপ প্রোগ্রামটি যুক্তরাষ্ট্র সরকারের সম্মানজনক ফুলব্রাইট কার্যক্রমগুলোর অন্যতম সুযোগ যার আওতায় নেতৃত্ব বিকাশ ও যুক্তরাষ্ট্রের অনুরূপ ব্যক্তিদের সাথে পেশাগত সহযোগিতা সৃষ্টির লক্ষ্যে মধ্য পর্যায়ের মেধাবী পেশাজীবীদেরকে স্নাতক পর্যায়ে এক বছরের ডিগ্রিবিহীন অধ্যয়ন কার্যক্রমে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়।

এ কার্যক্রমের উদ্দেশ্য হলো- যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি ও পেশাগত বিভিন্ন ক্ষেত্রের সাথে পরিচিত ভবিষ্যত নেতৃত্ব ও নীতিপ্রণেতা সৃষ্টির মাধ্যমে এই কার্যক্রমের অংশগ্রহণকারী এবং আমেরিকায় তাদের অনুরূপ ব্যক্তিদের মধ্যে গঠনমূলক দীর্ঘস্থায়ী সংযোগ সৃষ্টি করা।

ফেলোশিপের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে টেকসই উন্নয়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিনির্মাণ, শিক্ষা ও জনস্বাস্থ্য।

হামফ্রে ফেলোশিপের আওতায় শিক্ষাদান ফিস, ইংরেজি শিক্ষা কার্যক্রমের ফিস, থাকা-খাওয়ার মাসিক ভাতা, বীমা সুবিধা, বইপত্র ও শিক্ষা উপকরণ ভাতা, যাওয়া-আসার বিমানভাড়া, পেশাগত কার্যক্রম যথা মাঠপর্যায়ে যাতায়াত ও সম্মেলনে অংশগ্রহণ এবং শিক্ষানবিশি সংক্রান্ত ব্যয়ভার বহন করা হবে।

আবেদনের জন্য আবেদনকারীকে প্রথমে এ লিঙ্কে গিয়ে একটি IIE অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং আবেদন ফরম ও সম্পূরক নথিপত্র সহযোগে একটি পূর্ণাঙ্গ আবেদন প্যাকেজ জমা দিতে হবে।

Exit mobile version