পূজার কিছুটা সময় থাকবেন ঢাকায় আর কিছুটা ময়মনসিংহে, নিজের শহরে আপনজনের কাছে— বলছিলেন অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতি। কথা হচ্ছিলো চ্যানেল আই অনলাইনের সাথে।
নাটক-সিনেমা তো আছেই, আছে টেলিভিশনের নানা অনুষ্ঠান, সেগুলোতে হাজির থাকা। এসব ব্যস্ততার ভেতরও সময় বের করে পূজার কেনাকাটা সেরে নিয়েছেন ‘রাজলক্ষ্মী’ জ্যোতি। অনেকেই হয়তো জানেন, জ্যোতিকা জ্যোতি অভিনয় করছেন “রাজলক্ষ্মী ও শ্রীকান্ত” সিনেমায়। শরৎচন্দ্রের কালজয়ী চরিত্রে রাজলক্ষ্মী’র ভূমিকায় বড় পর্দায় দেখা যাবে তাকে।

আরও কিছু চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। এখনই সবিস্তারে বলতে নারাজ, একটু রহস্য করলেন। তবে রহস্যের ক্লু হিসাবে জানালেন, ‘একটি সিনেমা সরকারি অনুদানে নির্মিত হবে’।
এ তো গেল কাজের কথা, অভিনয় নিয়ে জ্যোতির ব্যস্ততা। জানতে চাওয়া হলো কেমন ছিলো শৈশবের পূজার দিনগুলো। মুচকি হেসে বললেন, ‘দারুন’! তারপর যেন ডুব দিলেন স্মৃতির অতলে। কুড়িয়ে নিয়ে আসলেন মণিমুক্তা। একে একে খুলে দিলেন মনের দরজা, যেখানে লুকিয়ে আছে শৈশব, মানুষের শেকড়। জানালেন মিষ্টি তার খুব প্রিয়। পূজায় মিষ্টি চুরি করে খেয়ে দোষ চাপাতেন বোনের ঘাড়ে। আবার দুই বোন এক রকমের জামা পরে পাড়া বেড়াতেন। অসংখ্য স্মৃতি বের হয়ে এলো জ্যোতির সঙ্গে কথায় কথায়।
বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে:









