চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পুলে ঝড় তুলে ‘বাটারফ্লাই কুইন’র জোড়া সোনার হাসি

সাঁতারে চীনের ‘বাটারফ্লাই কুইন’ খ্যাত ঝ্যাং উফেই’র ঝুলিতে ধরা দিয়েছে জোড়া স্বর্ণ পদক। মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে পুলে ঝড় তুলে তিনি সোনার হাসি এনেছেন অলিম্পিক রেকর্ড গড়ে।

আধাঘণ্টার মধ্যে সাঁতারে মেয়েদের ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে চীন দলের অংশ হয়ে বিশ্বরেকর্ড গড়ে জিতেছেন আরেকটি সোনা।

টোকিও অলিম্পিকে বৃহস্পতিবার আধাঘণ্টার ব্যবধানে দুবার সুইমিংপুলে নেমেছিলেন ঝ্যাং উফেই। পছন্দের ইভেন্ট ২০০ মিটার বাটারফ্লাইয়ে শুরুতে। ২৩ বছর বয়সী সাঁতারুকে ঘিরে যেমন প্রত্যাশা ছিল, মিটিয়েছেন ঠিকঠাক ভাবেই।

প্রথমে ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ০৩.৮৬ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন। যা ছিল টোকিওতে সাঁতারে চীনের প্রথম সোনার পদক।

যুক্তরাষ্ট্রের ঝুলিতে গেছে এই ইভেন্টের রুপা, ২ মিনিট ০৫.৩০ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করে রিগান স্মিথ দ্বিতীয় হয়েছেন। তার স্বদেশি হ্যালি ফ্লিকিঞ্জার ২ মিনিট ০৫.৬৫ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।

পরে মেয়েদের ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে চীন দলের অংশ হয়ে জিতেছেন আরেকটি সোনা। পথে হারিয়েছেন হট-ফেভারিট যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া দলকে।