ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে পিএসজি। ভেরাত্তির ভুলে পরের মিনিটে ব্যবধান কমায় স্ট্রাসবুর্গ। পরে যোগ করা সময়ে ক্যাসির গোলে সমতা ফেরায় স্বাগতিকরা। আর তাতেই ম্লান এমবাপের জোড়া গোল। শিরোপা নিশ্চিত করার পরের ম্যাচে পিএসজিকে রুখে দিল স্ট্রাসবুর্গের ক্লাবটি।
লিগ ওয়ানের ম্যাচে শনিবার স্ট্রাসবুর্গের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে পিএসজি। জোড়া গোলের পাশাপাশি হাকিমির গোলে অ্যাসিস্ট করেছেন ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই অপ্রতিরোধ্য স্ট্রাসবুর্গ। তৃতীয় মিনিটে গামেইরোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। অষ্টম মিনিটে আবারও সুযোগ আসে, এবার একটুর জন্য বলে মাথা ছোঁয়াতে পারেননি গামেইরো।
প্রথম সতেরো মিনিটে কোনো আক্রমণেই যেতে পারেনি পিএসজি, বরং রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে চ্যাম্পিয়ন দলটিকে। ১৮তম মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন রামোস। চমৎকার ফিনিশিংয়ে পাঁচ মিনিট পর সমতা ফেরান এমবাপে।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় পিএসজি। ৬৪তম মিনিটে হাকিমির গোলে এগিয়ে যায় প্যারিসের ক্লাবটি। ৬৮তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার জিকুল ভুলকে কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান এমবাপে।
সাত মিনিট পরে ভেরাত্তির আত্মঘাতী গোলে ব্যবধান কমায় স্ট্রাসবুর্গ। এরপর পিএসজিকে আরও চেপে ধরে স্বাগতিক ক্লাবটি। অতিরিক্ত সময়ে গোল করে ম্যাচে সমতা ফেরান ক্যাসি। ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।







