Site icon চ্যানেল আই অনলাইন

পারিবারিক কলহের জেরে তিন মাসের শিশু নিহত

ঝালকাঠি-শিশু নিহত-পারিবারিক কলহের জেরে

মানিক রায়: ঝালকাঠির কাঠালিয়ায় পারিবারিক কলহের জেরে প্রতিপক্ষের আঘাতে মায়ের কোলে থাকা তিন মাসের শিশু জান্নাতি আক্তারের মৃত্যু হয়েছে।

এসময় শিশুটির মা তানিয়া আক্তার, বাবা কামাল সিকদার এবং মামা নবী হোসেন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

রোববার সকালে উপজেলার পশ্চিম তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে পুলিশ জানায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাইবোনদের সঙ্গে কামাল সিকদারের দীর্ঘদিনের বিরোধ ছিল। রোববার সকালে আফজাল হোসেন অন্য দুই বোন নারগিস ও রাজিয়া তাদের দলবল নিয়ে কামাল সিকদারের ওপর চড়াও হন। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা কামালকে মারধর শুরু করেন।

এসময় ভাই নবীকে নিয়ে কামালের স্ত্রী তানিয়া স্বামীকে রক্ষার জন্য ছুটে আসলে প্রতিপক্ষের লাঠির আঘাতে তানিয়ার কোলে থাকা শিশু জান্নাতি মাটিতে ছিটকে পড়ে যায়। এ সময় চাচা আফজাল তাকে তুলে মাটিতে আছাড় মারেন। স্বজনরা সাথে সাথে জান্নাতিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাঠালিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় এ ব্যাপারে চ্যানেল আই অনলাইনকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

Exit mobile version