Site icon চ্যানেল আই অনলাইন

আড়াই লাখ লিটার জ্বালানিসহ জাহাজ আটক করেছে ইরান

পারস্য উপসাগর থেকে আড়াই লাখ জ্বালানি তেলসহ দুটি জাহাজ আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।

রয়র্টাস জানায়, কয়েকদিন আগে আরো একটি জাহাজ আটক করেছিল ইরানের গার্ড বাহিনী।

গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করা একটি বিবৃতি অনুসারে, শুধু গত সপ্তাহেই বাজেয়াপ্ত জ্বালানির মোট পরিমাণ ৬ লাখ ৫০ হাজার লিটার। ।

একজন কর্মকর্তা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানায়, প্রথম জাহাজের সাতজন ক্রুকে তারা আটক করেছে। তবে এ বিষয়ে আর কোনো বিশদ বর্ণনা তারা দেয়নি।

ইরানের একটি স্থানীয় গণমাধ্যম জানায়, গত সপ্তাহে উপসাগরে ২ লাখ ২০ হাজার লিটার চোরাচালান করা জ্বালানি বহনকারী একটি বিদেশী জাহাজ জব্দ করেছে এবং এর ১১ জন ক্রুকে আটক করে।

ইরানে ভর্তুকি এবং মুদ্রার মান পতনের জন্য  বিশ্বের সবচেয়ে সস্তা জ্বালানি পাওয়া যায়। সমুদ্রপথে আরবদেশগুলোতে তেল চোরাচালানের বিরুদ্ধে লড়াই করছে দেশটি। প্রায়শই জ্বালানিসহ চোরাচালানের জাহাজ আটক করছে।

 

Exit mobile version