Site icon চ্যানেল আই অনলাইন

পান চাষে আগ্রহ হারাচ্ছেন মাদারীপুরের কৃষক

পান চাষ

উৎপাদন খরচ বেশি ও বাজারে দাম না পাওয়ায় পান চাষে আগ্রহ হারাচ্ছেন মাদারীপুরের কৃষক। অনেকে পান চাষ ছেড়ে ঝুঁকছেন অন্য চাষাবাদে।

চলতি মৌসুমে পানের আবাদ ভালো হওয়ায় হাসি ফুটেছিলো কৃষকের মুখে। পান বিক্রি করে ভালো লাভের আশা করেছিলেন তারা। তবে উৎপাদন ব্যয়ের তুলনায় বাজারে পানের দাম কম হওয়ায় লাভের পরিবর্তে এখন লোকসান গুনছেন কৃষক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে, জেলায় এ বছর তিনশ’ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় অর্ধেক।

এ অবস্থায় স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষককে প্রণোদনার আশ্বাস দেয়া হয়েছে। তবে কতটুকো কার্যকর হবে তা নিয়ে শংকায় আছে কৃষক।

বিস্তারিত দেখুন মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্টে।

Exit mobile version