সম্প্রতি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আন্দোলনে, শাহবাগে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। শাহবাগে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের আন্দোলনে শোনা যায় গোলাম আজমের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই। এ ছাড়াও এ সময় জাতীয় সঙ্গীত গাওয়া সময় তা থামিয়ে দেবার চেষ্টা করতেও দেখা যায় কিছু ব্যক্তিকে। এ ঘটনার পর অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যটাস প্রকাশ করেন। একই বিষয়ে বিবৃতি দেয়া হয় এনসিপির পক্ষ থেকেও।








