বাংলা নববর্ষের প্রথম দিন দর্শকদের নাটক দেখানোর উদ্যোগ নিয়েছে থিয়েটার। রাজধানীর নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে পয়লা বৈশাখ বেলা ১১টা, বিকেল সাড়ে ৫টা এবং সন্ধ্যা ৭টায় তিনটি নাটক মঞ্চস্থ করবে দেশের অন্যতম এই শীর্ষ নাট্যদল। এ আয়োজনে সহযোগিতা করছে এক্সপ্রেশন, পৃষ্ঠপোষকতায় রয়েছে বিবিএস কেব্লস।
এ উপলক্ষে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন থিয়েটারের দল প্রধান নাট্যজন রামেন্দু মজুমদার, বিবিএস কেব্লসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবু নোমান হাওলাদার ও এক্সপ্রেশনসের পরিচালক সৈয়দ আপন আহসান।
রামেন্দু মজুমদার বলেন, ‘দেশের সাম্প্রতিক সময়কে ধারণ করে— এমন তিনটি নাটক নিয়ে এ আয়োজন সাজানো হয়েছে। থিয়েটার একটি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে এ কাজ শুরু করেছে। আশা করছি আগামীতে নাটকের অন্য দলগুলো এমনি ভাবনা নিয়ে পয়লা বৈশাখে এমন আয়োজন করবে।’
তিনি বলেন, ‘মহিলা সমিতির মঞ্চ একসময় বাংলাদেশের মঞ্চ নাটকের কেন্দ্রবিন্দু ছিল। আমাদের প্রত্যাশা, জায়গাটা আবারও জমজমাট হয়ে উঠুক।’
এখানে জানানো হয়, পয়লা বৈশাখ শুক্রবার বেলা ১১টায় মঞ্চস্থ হবে সৈয়দ শামসুল হকের লেখা ও আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে রচিত এ নাটকটির নবরূপায়ণ করেছেন সুদীপ চক্রবর্তী। বিকেল সাড়ে পাঁচটায় মঞ্চস্থ হবে মারুফ কবিরের রচনা ও নির্দেশনায় নতুন নাটক ‘মায়ানদী’। আর সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে আবদুল্লাহ আল মামুনের রচনা ও নির্দেশনায় ‘মেরাজ ফকিরের মা’।








