Site icon চ্যানেল আই অনলাইন

পরীক্ষামূলক ভ্যাকসিন নিয়েও করোনা পজিটিভ হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী 

Advertisements

করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে তৈরি ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে (ট্রায়াল) নেওয়ার কয়েকদিনের মধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজে।

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে অক্সফোর্ডের সহায়তায় ভারত তৈরি করেছে কোভ্যাকসিন। যা এখন তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে।

করোনায় আক্রান্ত হবার পর নিজেই টুইট করে সে খবর জানিয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী।

টুইটে তিনি লিখেছেন, আমি করোনা পজিটিভ। হরিয়ানার আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

সম্প্রতি সময়ের মধ্যে তার সংস্পর্শে যারা এসেছিলেন তারাও যেন নিজেদের কোয়ারেন্টাইনে রাখেন- এমন পরামর্শও দিয়েছেন তিনি।

গত ২০ নভেম্বর আম্বালার হাসপাতালে করোনা ভাইরাসের ভ্যাকসিন কোভ্যাকসিন নিয়েছিলেন অনিল ভিজে।

Exit mobile version