Site icon চ্যানেল আই অনলাইন

পদ্মা সেতুতে চতুর্থ স্প্যান, দৃশ্যমান ৬শ’ মিটার

পদ্মাসেতু

পদ্মা সেতুর চতুর্থ স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয়েছে সেতুটির ৬০০ মিটার। তৃতীয় স্প্যান বসানোর ১ মাস পর রোববার সকাল পৌনে ৭টায় শরীয়তপুরের জাজিরা প্রান্তের নাওডোবায় জাজিরার নাওডোবা প্রান্তের ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপর সুপার স্ট্রাকচারের চতুর্থ স্প্যানটি বসানো হয়। 

সেতু বিভাগ সূত্রে জানা যায়, রোববার সকাল পৌনে ৭টার দিকে ক্রেন দিয়ে ৪০ ও ৪১ নম্বর খুঁটির ওপরে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি তোলার কাজ শুরু হয়। স্প্যান বসানোর আরও কিছু টেকনিক্যাল কাজ চলমান রয়েছে। এরকম ৪১টি স্প্যান সংযুক্ত করেই তৈরি হবে স্বপ্নের পদ্মাসেতু।

পদ্মাসেতু প্রকল্পের সার্ভেয়ার(সিএসসি) মীর ফারুক হোসেন জানান, রোববার চতুর্থ স্প্যানটি বসানো হলো। এর মধ্য দিয়ে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।

Exit mobile version